এই কোর্সটি আপনাকে একজন পেশাদার Exterior Designer ও ফটো রিয়েলসটীক থ্রি-ডি Renderer হওয়ার সুযোগ করে দিবে। এই Course টির মাধ্যমে সহজেই কিভাবে Design Concept অনুযায়ী ম্যাটেরিয়্যালস মডিউল তৈরী করবেন এবং থ্রি-ডি মডেলে কিভাবে কালার নির্বাচন করবেন , সঠিক স্কেলে কিভাবে Texture Use করবেন, এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
এই কোর্সটির মধ্যে Special Feature হিসেবে কিছু আপডেট Plugins Tools Use করা হয়েছে। যেমন – Enscape, Skatter, 3DArchStudio 3D Tree Maker, 1001bit-Tools, 1001bit pro, ইত্যাদি । যাতে করে আপনারা বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে একজন প্রফেশনাল Exterior Designer ও ফটো রিয়েলসটীক থ্রি-ডি Renderer হতে পারেন ।
এ ছাড়া স্কেচআপ ভি-রে এবং Plugins Tools এর মাধ্যমে কত কম সময়ে প্রফেশনাল ভাবে থ্রি-ডি Making ও Render করা যায় সেটি জানতে পারবেন ।
১. আর্কিটেক্ট অথবা আর্কিটেকচার স্টুডেন্ট
২. বি এস সি অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট ( ইন্টেরিয়র ডিজাইনে আগ্রহী)
৩. যে কোন সাবজেক্টের প্রফেশনাল ইন্টেরিয়র অথবা আর্কিটেকচারাল ডিজাইনে আগ্রহী
কোর্স এর সুবিধাসমূহ নিচে তুলে ধরা হলোঃ
◾ প্রিরেকর্ডেড হলেও প্রয়োজন অনুযায়ী সপ্তাহিক সরাসরি ইনস্ট্রাকটরের সাথে ক্লাস থাকবে।
◾যে কোন সমস্যায় স্টুডেন্ট ফোরামের মাধ্যমে তাৎক্ষনিক সমাধানের ব্যবস্থা থাকবে যাতে করে আপনার মনে হবে কোর্সটি আপনি সরাসরি অংশগ্রহন করছেন ।
◾ কোর্স এ প্রত্যেক লেসন শেষ করার পর গ্রুপে সাবমিট করতে যাতে ইন্সট্রাক্টর তা পর্যালোচনা করে তার ফিডব্যাক দিতে পারেন ।
◾ কোর্স এর বিভিন্ন পার্টে নিজেকে যাচাই করার জন্য থাকবে প্রয়োজনীয় ক্লাস টেস্ট এবং কুইজ।
◾ পিডিএফ ক্লাস ম্যাটেরিয়ালস্ সিটতো থাকছেই।
◾ কোর্স শেষে সকল রিকয়ারমেন্ট পূর্ন করার পর সরাসরি ক্যাডকোর থেকে কোর্স কমপ্লিশন সাটিফিকেট প্রদান ।
◾ শুধু সফটওয়্যারই নয় প্রায় প্রত্যেকটি বিষয়ের ব্যাপারে বিশদ আলোচনা করা হয়েছে ।
2 Courses
0 students